দারুল হিকমা এডুকেশন ফাউন্ডেশনের বার্ষিক সভা

144

দারুল হিকমা এডুকেশন ফাউন্ডেশন এর ১৭তম বার্ষিক এজিএম গত ১২ মে ফাউন্ডেশন পরিচালিত চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম) মিলনায়তনে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দারুল হিকমা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দারুল হিকমা এডুকেশন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, ট্রেজারার প্রফেসর ড. হারুনুর রশিদ, ইসি সদস্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, প্রফেসর ড. হাফেজ বদরুদ্দোজা, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, সিআইএস এর প্রিন্সিপাল লে. কর্ণেল (অবসর প্রাপ্ত) নজরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু তাহের ছিদ্দিকী, হাজি মকসুদুর রহমান, এম. মকসুদুর রহমান ফেরদৌস, হাজী মো: ইসমাঈল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, আধুনিক ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে যুগোপযুগী ও মানসম্মত শিক্ষার মাধ্যমে আদর্শ সুনাগরিক গঠনের লক্ষ্যে সুদীর্ঘ দুই দশক ধরে চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে সকল জাতীয় দিবস উদ্যাপনের পাশাপাশি দেশীয় ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়ে থাকে। তিনি বলেন, সিআইএস বাংলাদেশস্থ বৃটিশ কাউন্সিল আয়েজিত প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য স্কুলগুলোর মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। অতীতেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তিনি আরও বলেন, সিআইএস এর এই সাফল্যের ধারা অক্ষুন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান। বিজ্ঞপ্তি