‘দাম বাড়ান তামাকের জীবন বাঁচান আমাদের’

126

তামাক পণ্যের ব্যবহার কমিয়ে আনতে তামাক পন্যের দাম ব”দ্ধির দাবি জানিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। গতহ ১৪ এপ্রিল রবিবার বেলা ১১ টায় নগরীর সিআরবি এলাকায় বৈশাখী উৎসবে এই দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি। ‘দাম বাড়ান তামাকের, জীবন বাঁচান আমাদের’ এই সেøাগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উৎসবে আগত নানা বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন এবং তামাকের দাম ব”দ্ধির দাবির সাথে ঐক্যতা প্রদর্শন করে স্বাক্ষর প্রদান করেন। ইপসার উপ পরিচালক নাছিম বানু বলেন, ‘দেশে তামাকজনিত ম”ত্যুর হার অন্য যে কোন রোগের তুলনায় বেশি। তামাকপণ্যের দাম কার্যকরভাবে বাড়ানো হলে, যারা নতুন করে তামাক ব্যবহার শুরু করতে চায় তারা নিরুৎসাহিত হবে। সরকার তামাকপন্যের উপর উ”চহারে করারোপ করে তামাকের দাম বাড়াতে পারে। সাধারণ মানুষকে তামাকের ভয়াবহতা নিয়ে সচেতন করায় এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।’ তামাক পণ্যের ব্যবহার কমিয়ে আনতে এর মূল্য বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই জাতীয় বাজেটে তামাকপন্যের উপর উচ্চহারে করারোপের দাবি জানিয়ে আসছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। বিজ্ঞপ্তি