দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

20

অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। রোববার তিনি বলেন,“মাঠ পর্যায়ে অনেককিছুই হয়ত আমি আরো ভালভাবে সামাল দিতে পারতাম।”
এবিসি টিভিতে এক সাক্ষাৎকারে মরিসন বলেন, দাবানল নিয়ন্ত্রণে তৎপরতার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি রয়াল কমিশন রিভিউ বা সরকারি তদন্তের ব্যবস্থা করতে চান তিনি। অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট সরকারি তৎপরতা না থাকা এবং জলবায়ু নীতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় চলতে থাকা দাবানলের কারণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।পুড়ে গেছে হাজার হাজার বাড়ি। এ পরিস্থিতির মধ্যে হাওয়াইয়ে সপরিবারে ছুটি কাটানোর ঘটনায় প্রধানমন্ত্রী মরিসন গতবছর তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন।পরে দেশে ফিরে ক্ষমা চাওয়ার পরও বিভিন্ন রাজ্যে দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শনে গিয়ে মরিসন স্থানীয়দের তোপের মুখে পড়েন। দাবানল সামলাতে গিয়ে দমকলকর্মীদের ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে তা স্বীকার করে নিয়ে মরিসন রোববার বলেছেন,দূর্যোগ মোকাবেলায় সরকারের আরো বেশি সরাসরি ভূমিকা নেওয়ার নতুন তাগিদ সৃষ্টি হয়েছে।