দাবানলে অস্ট্রেলিয়ায় আরও তিন রাজ্যে সতর্কতা

73

অস্ট্রেলিয়ায় ক্রমেই ছড়িয়ে পড়ছে দাবানল। দিন দিন এটি ভয়াবহ রূপ নিচ্ছে। এমন অবস্থায় আগে থেকে দুটি রাজ্যে সতর্কতা জারি ছিল। এবার আরও তিন রাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বুধবার অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া রাজ্য দু’টিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এছাড়া, তাসমানিয়া রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে। এর আগে, ১০ নভেম্বর নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্য দু’টিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। এখন পর্যন্ত দাবানলের কারণে অন্তত ছয় জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুড়ে গেছে পাঁচ শতাধিক বাড়িঘর। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এসব বনে বাস করা প্রাণীরা।
দেশটির সর্বোমোট ছয়টি রাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের ধোঁয়া রাজধানী সিডনিতে পৌঁছে গেছে। বৃহস্পতিবার দেশটির সিডনি ও অ্যাডেলেইড শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। দাবানলের ধোঁয়ার কারণে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। মুখে মাস্ক পরে চলাফেরা করছেন সাধারণ মানুষ। নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিস থেকে সতর্ক করে বলা হয়েছে, এমন ধোঁয়া চলতে পারে আরও বেশ কয়েকদিন।