‘দর্শক ছাড়া প্রতিটি মিনিট অনেক দীর্ঘ’

25

দর্শকে ঠাসা গ্যালারি, প্রতিটি গোলের পর সমর্থকদের চিৎকার-সাধারণত এমন স্টেডিয়ামে খেলে অভ্যস্ত মানুয়েল নয়ার। সেখানে হুট করে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার পর বায়ার্ন মিউনিখ গোলরক্ষকের উপলব্ধি, দর্শক ছাড়া প্রতিটি মিনিট যেন অনেক দীর্ঘ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুই মাস বন্ধ থাকার পর গত শনিবার ইউরোপের প্রথম কোনো শীর্ষ লিগ হিসেবে মাঠে ফিরেছে বুন্ডেসলিগা। তবে নেই সেই চিরচেনা ঝাঁঝ। মাঠে দর্শক ঢোকা তো নিষিদ্ধই, সাইড বেঞ্চে খেলোয়াড়দের বসতে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে। নিজেদের ফেরার ম্যাচে রবিবার ইউনিয়ন বার্লিনের মাঠে ২-০ গোলে জয়ের পর বায়ার্ন অধিনায়ক নয়ার জানান তার অনুভূতি। “আমরা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরে এবং তিন পয়েন্ট পেয়ে খুশি। দর্শক ছাড়া ম্যাচে শেষ বাঁশি বাজা পর্যন্ত মিনিটগুলো অনেক দীর্ঘ।”