দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেটের শিরোপা লড়াই আজ

70

অতি আত্মবিশ্বাস এর বলি হয়ে হারতে বসেছিল দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সাদার্ন ইউনিভার্সিটি। ৫ম আসরের প্রথম সেমিফাইনালে গতকাল প্রথম আসরের চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিপক্ষে হারতে হারতে অতি কষ্টে ১২ রানে জয়ী হয়েছে শিরোপাধারীরা। ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ প্রিমিয়ার ইউনিভার্সিটি।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সৃজনশীল মাসিক পত্রিকা ‘দখিনা’ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় দখিনা-আন্ত:বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ১ম সেমি ফাইনালে টসে জিতে সাদার্ন ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ১৯.৫ ওভারে সব ইউকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। ফলে ১২ রানের জয় পেয়ে সাদার্ন ইউনিভার্সিটি ফাইনালে উত্তির্ণ হয়। উক্ত খেলায় সাদার্ন ইউনিভার্সিটির খেলোয়াড় রতন দাশ ৫ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী।
২য় সেমি ফাইনাল খেলায় টসে জিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে প্রিমিয়ার ইউনিভার্সিটি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ১২.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান সংগ্রহ করে। ফলে প্রিমিয়ার ইউনিভার্সিটি ৯৬ রানে জয় লাভ করে ফাইনালে উন্নীত হয়। উক্ত খেলায় প্রিমিয়ার ইউনিভার্সিটির খেলোয়াড় সাদিকুর রহমান ৩৯ বলে ব্যক্তিগত ৫৮ রান এবং ২ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান।
আজ দুপুর ১ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।