দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও পোর্ট সিটি

44

দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় বিজিসি ট্রাস্ট ও পোর্টসিটি বিশ্ববিদ্যালয় জয় পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে সকালে প্রথম খেলায় পোর্টসিটি ৫ উইকেটে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) পরাজিত করে। প্রথমে ব্যাট করে চুয়েট ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে। জবাবে পোর্টসিটি ১৬ ওভারে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে। বিজয়ী দলের সায়েদুল আলম ৩৫ বলে ব্যক্তিগত ৪২ রান করে ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্ট্রার শাহরিয়ার খালেদ চৌধুরী। সংক্ষিপ্ত স্কোর- চুয়েট: ১১৯/৭/২০ (অপি দাশ ২৫, সৌমিক দেব ১৯, আখতারুজ্জামান ১০, কবির ১৮, আজহার ১০, অতি. ২৬, রায়হান ২/২১, ইমন ২/১৪, শাহনেওয়াজ ১/২৩, রাকিবুল ১/২৪), পোর্টসিটি: ১২৪/৫/১৬ (সায়েদুল ৪২, রাব্বি ১৭, রাজু ২৩, অতি. ২৪, আশফাক ২/১৭, বিশাল ১/২২, তন্ময় ১/২৪)।
দিনের দ্বিতীয় খেলায় বিজিসি ট্রাস্ট ২৫ রানের চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিরুদ্ধে জয়লাভ করে। প্রথমে ব্যাট করে বিজিসি ট্রাস্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান করে। জবাবে সিআইইউ ২০ ওভারে সব উইকেটে ১৩৫ রান করে। বিজয়ী দলের অছিউর রহমান ৪০ বলে ব্যক্তিগত ৫২ রান ও ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। সংক্ষিপ্ত স্কোর- বিজিসি: ১৬১/৬/২০ (নাজিমউদ্দিন ৫২, ওয়াহিদুল ১৮, তারেক ১৩, অতি. ১৫, জাবেদ ৩/২১, তৌহিদুল ২/৩৩, সিরাজুল মোস্তফা ১/১৮), সিআইইউ: ১৩৬/১০/২০ ( কায়ছার ৩৩, তারেক কামাল ৩৩, সাইদুল ২১, জাবেদ ১১, ইরফানুল ১০, অতি. ১২, অছিউর ৩/২৯, জাফর ৪/১৯, নাজিমউদ্দিন ২/১৯)।