দখলদাররা কি প্রশাসনের চেয়ে শক্তিশালী

40

প্রবল বিরোধিতা উপেক্ষা করে নগরীর কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম শিশুপার্কের সামনে বাণিজ্যিক স্থাপনাটি শেষ পর্যন্ত গড়ে তুলেছে স্বার্থান্বেষী একটি মহল। চট্টগ্রামের বহুল প্রচারিত ৬টি সংবাদপত্রে কয়েক দফায় এই স্থাপনার বিরোধিতা করে অভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু জনস্বার্থকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাণিজ্যিক স্থাপনাটি গড়ে তুলে এটি এখন উদ্বোধনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, পার্কের সীমানাপ্রাচীর ভেঙে ফুটপাতের ওপর স্থাপনাটি তৈরির কারণে একদিকে পথচারীর চলাচলের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। যা বেআইনী। অন্যদিকে, আইন লংঘন করে শিশু পার্কের অনুমোদিত কাঠামো পরিবর্তন করে বাণিজ্যিক স্থাপনাটি নির্মিত হয়েছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিব্রত বোধ করে প্রকারান্তে প্রশ্রয় দিচ্ছে। জনমনে প্রশ্ন, আইন লঙ্ঘন করে যারা এমন একটি বাণিজ্যিক স্থাপনা গড়ে তুললো, তাদের খুঁটির জোর কোথায়? ব্যক্তিবিশেষকে তুষ্ট রাখলে প্রশাসন কি প্রশ্নবিদ্ধ হবে না? (বামে) উপরে কাঠামো নির্মাণ ও নিচে ভেঙে ফেলার দৃশ্য। -সিএনএ