দক্ষ লিডার গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই

87

দক্ষ মানবসম্পদ দেশের উন্নয়নে ভূমিকা রাখে। একজন দক্ষ লিডার নিজ নেতৃত্ব গুণে সবার সাবলীল অংশগ্রহণ কাজের গতি বাড়ানোর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ে। নিজেকে দক্ষ লিডার হিসেবে গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। নগরীর অভিজাত একটি হোটেলে গত ২১ শুক্রবার ফেব্রæয়ারি ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজম্যান্টের উদ্যোগে দিনব্যাপী বিশ্ববিখ্যাত লিডারশীপ ট্রেইনার জন ম্যাক্সওয়েল উদ্ভাবিত ফাইভ লেভেলস অব লিডারশিপ প্রশিক্ষণে এসব কথা বলেন আন্তর্জাতিক লিডারশিপ স্পিকার এবং কোয়ালিটি ম্যানেজেম্যান্ট ট্রেইনার মোহাম্মদ আকবর হোসেন। তিনি বলেন, প্রতিষ্ঠানে অনেকে কাজ করে কিন্তু প্রত্যকের কাজের ধরণ, মান ও গতি ভিন্ন। যিনি সবার চেয়ে গুছানো, গুণগত, মানসম্পন্ন, নিপুণভাবে করতে পারেন তিনি এবং অন্যকে কাজে উৎসাহী করতে পারেন তিনি দক্ষ লিডার হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেন। একটি প্রতিষ্ঠানের প্রধানের মেধা, কাজের মান, সঠিক নেতৃত্বের কারনে প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে আয় বৃদ্ধি ও সুনাম ছড়িয়ে পড়ে। দৈনিন্দন জীবন নিয়ম পরিবর্তন ও চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা মাফিক পণ্য উৎপাদন ও বিপন করতে হলে দক্ষ নেতৃত্বে প্রয়োজন। অনুষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ ৩শ জন নানা পেশার কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিন, মোহাম্মদ সগির, মো. আলমগীর, মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আইআইইউসির ইংরেজি বিভাগের অধ্যাপক শফিউর রহমান, বিএফ এশিয়া লিমিটেডের কিউএ ম্যানেজার রাকিবুল নোমান, ইউনিভার্সেল জিন্স লিমিটেডের কিউএজিএম, আলমগীর হোসাইন, এম এÐ এস লিমিটেডের কর্মকর্তা অভিজিৎ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি