দক্ষিণ হাশিমপুরে শুদ্ধানন্দ মহাথের পেটিকাবদ্ধ সম্পন্ন

76

চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর বিজয়ারাম বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথের নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুন পরলোক গমন করেন। তিনি বাল্যকাল থেকে শ্রমণ হয়ে হাশিমপুর বিজয়ারাম বিহারে এসে পরবর্তীতে বিহার অধ্যক্ষ হন। শুদ্ধানন্দ মহাথের সাতকানিয়া উপজেলার শীলঘাটা গ্রামের অধিবাসী ছিলেন। গত ২১ জুন শুদ্ধানন্দ মহাথের পেটিকাবদ্ধ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপসংঘরাজ ড. শীলানন্দ মহাস্থাবির, শীলরক্ষিত মহাস্থাবির অনুরুদ্ধ মহাস্থাবির, অধ্যাপক অর্থদর্শী বডুয়া, ওসি উৎপল বডুয়া, সুধীর রঞ্জন বডুয়া,অশোক বডুয়া, সহ-প্রধান শিক্ষক কুন্তল বডুয়া, সঞ্চয়ন বডুয়া, ব্রক্ষ¥দত্ত বডুয়া প্রমুখ। এ উপলক্ষ্যে সকালে বুদ্ধপুজা, অষ্টপরিস্কার দান, সংঘদান, জ্ঞাতি ভোজন, বিকালে স্মৃতিচারন সভা শেষে পেটিকাবদ্ধ করা হয়। উল্লেক্ষ্য আগামী ৫ জুলাই হাশিমপুর বিজয়ারাম বিহারে মাঙ্গলিক অনুষ্ঠানে মধ্য দিয়ে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।