দক্ষিণ রাউজান কিন্ডার গার্টেনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

80

চট্টগ্রামের দক্ষিণ রাউজান কিন্ডার গার্টেন স্কুলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, এবারের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার বিদ্যালয় সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সভাপতি সুজিত দাশ মিন্টুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক টিপু দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অসিত কুমার লালা। প্রধান আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এসএম ইউসুফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ ইয়ার মুহাম্মদ, সমির চন্দ্র দে, কাঞ্চন দাশ, বশির আহমদ, মুহাম্মদ ফয়সাল, ডা. অমল বিন্দু মহাজন, তসলিম উদ্দিন খান, মমতাজুল ইসলাম, খালেদা ইসলাম, মিনু আকতার, গীতিকা সেন, সংগীত পরিচালক সুজন দাশ বাচ্চু, শিক্ষক সুমি শীল, পলি দে, কল্পিতা দাশ, কায়া দাশ, ফেরদৌস আকতার, তাজরিন জোনায়েত, দেবী মহাজন প্রমুখ। অনুষ্ঠানের শেষে অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, এবারের পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার হাতে তুলে দেন।