দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

36

দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শনিবার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিুত হয়। পরীক্ষায় ২৫টি স্কুলের ২৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। রাসেল বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার উদ্বোধন ও কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের চেয়ারম্যান ও শেখ রাসেল পাঠাগারের সভাপতি মোহাম্মদ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন, সমবায় সমিতির সভাপতির সভাপতি রফিকুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাসেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক অরুণ মিত্র, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাস্টার নিহার কান্তি চক্রবর্তী, নিহির কুমার দে, রাসেল বহমুখি সমবায় সমিতির সাবেক সভাপতি রিদোয়ানুল কবির, সহসভাপতি রনধীর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাক কানু দে, পরিচালক বিধান চৌধুরী, সমিতির সদস্য আশুতোষ চক্রবর্তী, বাবলা মল্লিক, নেপাল কান্তি মজুমদার, সাবেক সাধারণ সম্পাক শ্যামল চক্রবর্তী, সাবেক ম্যানেজার নুরুল আবছার, বর্তমান ম্যানেজার কাজল চক্রবর্তী, মোহাম্মদ রায়হান হামিদ প্রমুখ। অনুষ্ঠিত পরীক্ষায় ২৫ টি স্কুলের ৭ শ্রেণির ২৫১ জন শিক্ষার্থী অংশ নেয়।