দক্ষিণ জেলা বিএনপির সভায় শামীম জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা হতে পারে না

26

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের স্বাধীনতার সাথে নিবিড়ভাবে জড়িত। এই বেতার কেন্দ্র থেকেই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ ও জিয়াউর রহমান একে অপরের সম্পূরক। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব নয়। তিনি সোমবার দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৭ মার্চের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনের সমাবেশ সফল করার লক্ষে দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন, আবদুল গাফ্ফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দীন, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার লোকমান চেয়ারম্যান, বাঁশখালী পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহবায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী মোহাম্মদ তাহের, চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুব চৌধুরী, বিএনপি নেতা মো. কামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম রাহী, ওলামাদলের মো. আনিস প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। বিজ্ঞপ্তি