দক্ষিণ জেলা জাপা সভাপতিকে শোকজ মহাসচিবের

24

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থানের অভিযোগ এনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পার্টির নতুন মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি। ৭ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি স্বাক্ষরিত ওই পত্রে লেখা হয়েছে, ‘বিগত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও চট্টগ্রামের স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে যে, আপনি (শামসুল আলম মাস্টার) চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সামশুল হক চৌধুরীকে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও আলোচনা ছাড়া নৌকা প্রতীকে সমর্থন দিয়েছেন। কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দফতরে জানাতে হবে। অন্যথায় যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান পূর্বদেশকে বলেন, ‘চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিল। কিন্তু দলীয় সিদ্ধান্ত ছাড়াই দক্ষিণ জেলা সভাপতি শামসুল আলম মাস্টার আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে সরাসরি সমর্থন জানিয়েছেন। এজন্য দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। গত ১৪ জানুয়ারি আমাদের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি পত্রটিতে স্বাক্ষর করেন। আগামী ২৩ জানুয়ারির মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’