দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

49

ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বিকালে নগরীর বহদ্দারহাট মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আরেফিন জুবায়ের, চন্দনাইশ উপজেলা ছাত্রদল নেতা জিএম ফোরকান, বোয়ালখালী উপজেলার জিয়াউল হক জুনায়েদ, ইশতিয়াক নোমান জামি, সাতকানিয়া উপজেলার আনিসুল ইসলাম, জমির উদ্দিন, বাঁশখালী পৌরসভার আজিম উদ্দিন, উপজেলার ইলিয়াস আজাদ, আনোয়ারা উপজেলার আহম্মদ নুর, আশুতোষ কলেজ ছাত্রদল নেতা জাহেদ শাহরিয়ার, পটিয়া উপজেলার মো. কায়সার, ছাত্রদল নেতা মো. সুজন, আব্দুল লতিফ, মোহাম্মদ ফয়সাল, কামরুল হাসান, ইউনুস নুরী, মোহাম্মদ নোমান, এনামুল হক, শাহ আলম, আতিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কে এম আব্বাস বলেন, ঢাকা ও সিরাজগঞ্জের উপ-নির্বাচনে ভোট ডাকাতিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকারি দলের লোকজন ঢাকায় বাসে অগ্নিসংযোগ করেছে। পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করে ভোট কারচুপি থেকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে গেছে। আর ছাত্রদলের নেতাকর্মীদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। মিথ্যা মামলা ও কারাগারকে ছাত্রদলের নেতারা এখন ভয় পায় না। তারা মাটি মানুষের অধিকার আদায় করতে একবার নয় শতবার কারাগারে যেতে প্রস্তুত আছে। হামলা মামলা করে ছাত্রদল নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বিজ্ঞপ্তি