দক্ষিণ চট্টগ্রামের ৫ সড়কের প্রশস্তকরণ কাজে ব্যয় হচ্ছে ২শ কোটি টাকা

30

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া বোয়ালখালী ও চন্দনাইশে ২শ’ কোটি ব্যয়ে ৫টি সড়ক প্রশস্তকরণ কাজে ব্যয় হচ্ছে ২শ কোটি টাকা। জেলার মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (চট্টগ্রাম জোন) ২য় পর্যায়ের আওতায় এ ৫টি সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এ কাজের বাস্তবায়ন করছে দোহাজারী সড়ক বিভাগ। এ কাজের আওতায় প্রতিটি সড়ক ১২ ফিট থেকে ১৮ফিটে উন্নীত করণ ও প্রশস্ততার কাজ চলছে। দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (চট্টগ্রাম জোন) ২য় পর্যায়ের আওতায় ৫টি সড়ক প্রশস্তকরণের কাজ খুব দ্রুততার সাথে এগিয়ে চলছে। আশা করছি নিদিষ্ট সময়ের আগেই কাজ সমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করণ সম্ভব হবে। এই সড়ক সমূহ ১২ ফুট হতে ১৮ ফুট প্রশস্তে উন্নীত হলে এ এলাকার যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নেসামগ্রীকভাবে ইতিবাচক প্রভাব পড়বে ও স্বল্প সময়ের মধ্যে মানুষ নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এ প্রকল্পের মেয়াদকাল শুরু হয় ২০১৮ সালের ৭ জানুয়ারি এবং মেয়াদকাল শেষ হওয়ার সময় চলতি ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।