দক্ষিণ চট্টগ্রামের ৪০ গ্রামে আজ রমজান শুরু

112

দক্ষিণ চট্টগ্রামের ৪০ গ্রামে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীদের মতে বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে মাহে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ সকল মুসলিম ধর্মীয় রীতিনীতি পালন করে আসছেন তারা।
চট্টগ্রামের ৪০ গ্রাম গ্রামসহ বরিশাল জেলায় ৮০ গ্রামে প্রায় ১৫ হাজারেরও বেশি পরিবার রোজা পালন করছে আজ থেকে।
উল্লেখ্য, প্রায় দুইশত বছর আগে সাতকানিয়া মির্জাখিল গ্রামে হযরত মোখলেছুর রহমান জাহাঁগীরি (রঃ) এর ফতোয়া অনুযায়ী সৌদি আরবে চাঁদ দেখা গেলে তাদের সাথে সংগতি রেখে ধর্মীয় অনুষ্টানগুলো পালন করে থাকেন। সে হিসেবে সাতকানিয়ার মির্জাকিল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিলিয়ে আজ থেকে মাহে রমজান পালন করবেন বলে জানিয়েছেন।
তাঁরই উত্তরসূরি পীর শাহ্ছুফি আমজাদ আলী (রঃ) ও তার অনুসারিরা একই নিয়মে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে। অপরদিকে বাংলাদেশে হানিফী মাজহাব অনুসারে ৭ এপ্রিল থেকে মাহে রমজান শুরু করার কথা রয়েছে।