দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলায় ভোট আজ

110

তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আজ রবিবার দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলায় ভোটগ্রহণ করা হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও বাঁশখালী। এইধাপের তফসিলে আনোয়ারা উপজেলাও রয়েছে, তবে সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে না। চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৩২ হাজার ৬৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লক্ষ ৮৬ হাজার ২১৪ জন ও মহিলা ভোটার চার লক্ষ ৪৬ হাজার ৪৫১ জন। ভোটগ্রহণে দায়িত্ব পালণ করবেন ৭ হাজার ৮৫৯ জন। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ৩৬৮ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২ হাজার ৪৯৭ জন ও পোলিং কর্মকর্তা ৪ হাজার ৯৯৪ জন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান পূর্বদেশকে বলেন, ‘নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের আগের দিন কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ মাঠে থাকবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে সেখানে ব্যবস্থা নেয়া হবে। আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর’।
নির্বাচন অফিস সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলার মধ্যে বাঁশখালীতে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস-চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার ১১০টি ভোটকেন্দ্রের ৭৪১টি কক্ষে ৩ লক্ষ ৩ হাজার ১২৯ জন ভোটার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৮ হাজার ৪৩৯ ও মহিলা ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৬৯০।
চন্দনাইশে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৬৮টি ভোটকেন্দ্রের ৩৫৫ কক্ষে ১ লক্ষ ৬৩ হাজার ২০৫ জন ভোটার ভোট দিবেন।
এরমধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ২৩ ও মহিলা ভোটার ৭৮ হাজার ১৮২।
পটিয়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাজেদা বেগম। এ উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের ৮৫৭ কক্ষে ২ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন ভোটার ভোট দিবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৪২৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩৬ হাজার ৬৪৩ জন।
বোয়ালখালীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রের ৫৪৪ কক্ষে ভোট দিবেন ১ লক্ষ ৮০ হাজার ২৬৫ ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৩২৯ ও মহিলা ভোটার ৮৬ হাজার ৯৩৬ জন।
কোথায় কারা লড়ছেন :
বাঁশখালীতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, আনারস প্রতীকে (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী খোরশেদ আলম চৌধুরী, কাপ-পিরিচ প্রতীকে (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মৌলভী নুর হোসেন। ভাইস-চেয়ারম্যান পদে অধ্যাপক আব্দুল গফুর (টিউবওয়েল), মোহাম্মদ সোলাইমান (মাইক), এমরানুল হক (উড়োজাহাজ), শাহাদাত রশিদ চৌধুরী (তালা)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রেহেনা আক্তার কাজমী (ফুটবল) ও নুরীমন আক্তার (প্রজাপতি)।
বোয়ালখালীতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল আলম, আনারস প্রতীকে (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. আবদুল কাদের সুজন, মোটরসাইকেল প্রতীকে সৈয়দুল আলম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. দিদারুল আলম ফজু ও এসএম নুরুল ইসলাম দোয়াত কলম প্রতীকে লড়ছেন। ভাইস-চেয়ারম্যান পদে এস এম সেলিম (উড়োজাহাজ), মোহাম্মদ রিদুওয়ানুল হক (চশমা), মোহাম্মদ সেলিম উদ্দিন (তালা), সৈয়দ মো. নুরুল কবির (টিউবওয়েল)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শামীম আরা বেগম (প্রজাপতি), সাহিদা আক্তার (ফুটবল), সুপর্ণা ভঞ্জ (কলস) প্রতীকে লড়ছেন।
চন্দনাইশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম নাজিম উদ্দিন, দোয়াত কলম প্রতীকে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস-চেয়ারম্যান পদে মো. মঈন উদ্দীন (তালা), মৌলানা মো. সোলাইমান (মোমবাতি) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কামেলা খানম (প্রজাপতি), খালেদা আক্তার চৌধুরী (পদ্মফুল), শাহানাজ বেগম (হাঁস) ও সঞ্চিতা বড়ুয়া (কলস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পটিয়ার নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, দোয়াত কলম প্রতীকের প্রার্থী মুহাম্মদ সাজ্জাত হোসেন, আনারস প্রতীকে আফরোজা বেগম চেয়ারম্যান পদে লড়ছেন। ভাইস-চেয়ারম্যান পদে ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (বই), ডা. তিমির বরণ চৌধুরী (উড়োজাহাজ) ও মোহাম্মদ সাহাব উদ্দিন (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।