দক্ষিণ কাঞ্চননগর লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

106

চন্দনাইশের দক্ষিণ কাঞ্চননগর সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও শীতার্থ মানুষের মাঝে কম্বল এবং দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ গত ১৩ জানুয়ারি লোকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লোকনাথ মন্দির মহোৎসব উদ্যাপন কমিটির সভাপতি অর্ধেন্দু বিকাশ রুদ্রের সভাপতিত্বে ও গীতা প্রশিক্ষক শ্রীদুল আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করেন দক্ষিণ কাঞ্চননগর পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা স্বপন দাশ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক রূপক শীল। বিশেষ অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক বিপ্লব কুমার সুশীল, দক্ষিণ কাঞ্চননগর লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. সুকুমার রুদ্র, সমাজসেবক মিন্টু দাশ, সুশান্ত দাশ, কালী মন্দির মহোৎসব উদ্যাপন কমিটির সভাপতি সুনিল দাশ, যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক চিন্ময় মিত্র। স্বাগত বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় দে (বাপ্পা)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকাশ রুদ্র, দীপঙ্কর রুদ্র, উত্তম কুমার রুদ্র, সুধীর রুদ্র, কৃষ্ণপদ দাশ পল্টু, জুয়েল তালুকদার, রুবেল রুদ্র, মধু রুদ্র, শ্রীকান্ত জয় বিশ্বাস, সুনাম বিশ্বাস, মিলন রুদ্র, মনোহরি দে, সৈকত দে, অন্তর দাশ, উত্তম বিশ্বাস, তপু বিশ্বাস, অপু রুদ্র, সাগর রুদ্র, বিটু রুদ্র, শেফাল রুদ্র, বিপ্লব রুদ্র, টিটু রুদ্র, প্রদীপ রুদ্র, প্রদীপ রুদ্র প্রমুখ। অনুষ্ঠানে অস্বচ্ছল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শাড়ি বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি