দক্ষিণ আফ্রিকার টিকে থাকার লড়াই আজ

26

ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে ফেভারিট ছিল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। কিন্তু মাঠের লড়াই শুরুর পর পারফরম্যান্সে যাচ্ছেতাই অবস্থা দুই দলের। এখন পর্যন্ত মাত্র ১টি করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। তবে ৬ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪টি ও ৫ ম্যাচে অংশ নিয়ে ৩টিতে হারে পাকিস্তান। বৃষ্টির কারণে তাদের ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়।
তাই সমান ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের। এই অবস্থায় সেমিফাইনালে দৌঁড়ে বেশ পিছিয়ে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই দুই দলেরই। উভয় দল একই লক্ষ্য নিয়ে আগামীকাল বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হবে। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জয়ের রেকর্ড ভালো নয়। এখন পর্যন্ত ৭৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৫০টিতে জিতেছে প্রোটিয়ারা। ২৭টি ম্যাচে জয় পাকিস্তানের। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। দুর্দান্ত লড়াইয়ের পর শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান।