দক্ষিণাঞ্চলের হ্যাটট্রিক শিরোপা

21

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গত আসরেও ফাইনালে খেলেছে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল। তবে সেবার রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় পূর্বাঞ্চলকে। এর আগে তিনবার ফাইনাল খেললেও কখনো শিরোপা জিতেনি তারা। এবারও একই প্রতিপক্ষের বিপক্ষে হেরে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো পূর্বাঞ্চলকে। ইমরুল কায়েসদের ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা তিন এবং পঞ্চমবারের মতো বিসিএল শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। মঙ্গলবার (২৫ ফেব্রূয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের টেস্টের শেষ ও চতুর্থদিনে ৩৫৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চল গুটিয়ে যায় ২৪৮ রানে। এর আগে তারা প্রথম ইনিংসে করেছিল ২৭৩ রান। পূর্বাঞ্চলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন মাহমুদুল হাসান। ৪২ রান এসেছে উইকেটরক্ষক জাকির হোসেনের ব্যাট থেকে। আফিফ হোসেন করেছেন তৃতীয় সর্বোচ্চ ৩১ রান। দক্ষিণাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট ভাগাভাগি করেন শফিউল ইসলাম ও মেহেদী হাসান। ২ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। প্রথম ইনিংসে অপরাজিত ১০৩ রানের ইনিংস ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণাঞ্চলের অলরাউন্ডার ফরহাদ রেজা। আর পুরো টুর্নামেন্ট জুড়ে রানের দেখা পাওয়া এনামুল হক বিজয় হয়েছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’। সেরা বোলার আবদুর রাজ্জাক (২২ উইকেট)।