থ্রি ডি প্রিন্ট কর্নিয়া টিস্যু আবিষ্কার করল বেঙ্গালুরুর ‘প্যান্ডোরাম টেকনোলজিস’

35

এর আগে থ্রি ডি প্রিন্ট হিউম্যান লিভার টিস্যু আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিল বেঙ্গালুরুর বায়োটেক সংস্থা ‘প্যান্ডোরাম টেকনোলজিস’। এবার থ্রি ডি প্রিন্ট হিউম্যান কর্নিয়া টিস্যু আবিষ্কার করে ফেলেছে এই স্টার্ট আপ। কর্নিয়াতে সামান্য আঘাত থেকে গুরুতর কোনও আঘাত অনায়াসে আটকে দেবে এই টিস্যু। জৈব পদ্ধতির সাহায্যে দ্রূত ক্ষত নিরাময় করবে এই কর্নিয়া টিস্যু।
ওই সংস্থার বিজ্ঞানীরা একটি নভেল হাইড্রোজেল সহযোগে তৈরি করেছেন ওই থ্রি ডি কর্নিয়া টিস্যু। নভেল হাইড্রোজেল আসলে কর্নিয়াল স্টেম সেলে ওষুধের মতো কাজ করবে। সেখানে মানুষজন চাইলে ল্যাডেন হাইড্রোজেলও ব্যবহার করতে পারবেন, যা কর্নিয়ায় কোনও আঘাতের উপশম হিসেবে কাজ করবে।
২০১১ সালে এই ‘প্যান্ডোরাম টেকনোলজিস’-এর প্রতিষ্ঠা করেন আইআইএসসি-র দুই গবেষক অরুণ চন্দ্র এবং ডক্টর তুহিন ভৌমিক। আর এই সংস্থা খুলতে দুই প্রতিষ্ঠাতাকে আর্থিক দিক থেকে সাহায্য করেছিলেন ফ্লিপকার্ট-এর দুই প্রতিষ্ঠাতা সচিন বনশল এবং বিন্নি বনসল। ‘হিরো গ্রুপ-এর সুনীল মুঞ্জলও এই সংস্থায় বিনিয়োগ করেছিলেন। টাইমস অব ইন্ডিয়া