থানচিতে প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী পেলেন ৫ হাজার পরিবার

38

বান্দরবানে থানচিতে ৫ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রী ঈদ উপহার সামগ্রী।ঈদুল আযহা উপলক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বরাদ্ধে অনুকুলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী উপহারসামগ্রী হিসেবে থানচি উপজেলা ৪টি ইউনিয়নের ৫শ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছে। ঈদ উপহার হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল উপহার সামগ্রী পৌছাই দিলেন ঈদ উপহার হিসেবে। সোমবার সকালে এক যোগে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ঠরা পৃথকভাবে উপহারসামগ্রী গুলি হত দরিদ্র কর্মহীণ পরিবারের মাঝে বিতরণ করেন। থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সোমবার সকালে চাল বিতরনে সময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, সংরক্ষিত মহিলা সদস্যা নুচিংপ্রূ মারমা, ডলিচিং মারমা, রিংকো ম্রো, প্যানেল চেয়ারম্যান ও ইউপি মেম্বার চাইসিংউ মারমা উপস্থিত ছিলেন।
এছাড়াও একই সাথে রেমাক্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন,তিন্দু ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ও বলিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণের সময় রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, তিন্দু ইইপ চেয়ারম্যান মংপ্রূঅং মারমা,বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের থানচিতে ৬০ পরিবার পেল গৃহপালিত গাভী গরু। এই উপলক্ষ্যে সোমবার সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের থানচি উপজেলা পরিষদে আয়োজনে গৃহ পালিত গাভী গরু বিতরন করা হয়। বিতরন অনুষ্টানে থানচি উপজেলা পরিষদে চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংসারসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান,গত বছরে ৪০ পরিবারকে একটি করে ৪০টি গৃহপালিত গাভী গরু বিতরন করা হয়েছিল। থানচি উপজেলা ৪ ইউনিয়নের মোট ১০০ পরিবারকে এর আওতায় আনা হয়েছে।