থাকছে না নিত্যপণ্যে ভ্যাট

29

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। তেল, চিনি, গুঁড়া দুধসহ ভোক্তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসাবে বিবেচিত সব দ্রব্যে ভ্যাট কমানো বা প্রত্যাহার হতে পারে। সঞ্চয়পত্রের সুদের ওপর যে বাড়তি করারোপের প্রস্তাব করা হয়েছিল, সেটাও বাতিল হতে পারে।
এসব সংশোধনী এনে রবিবার পাস হচ্ছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট। শনিবার সংসদে উত্থাপন করা হয় অর্থবিল। নতুন অর্থবছরের বাজেটে বেশকিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে-আগাম কর, সঞ্চয়পত্রে বর্ধিত উৎসে কর ও মূলধনী যন্ত্রে অগ্রিম কর প্রত্যাহার।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির রিটেইন আর্নিংস ও রিজার্ভের উপর করও বাদ যাচ্ছে। বিদ্যুৎ সংযোগে টিআইএন নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। আমদানির উপর পাঁচ শতাংশ গণ হারে কর প্রত্যাহার হতে পারে। ই-কমার্সের ভ্যাট প্রত্যাহার হতে পারে। বার্তা সংস্থার খবর