থাইল্যান্ডে চোখ রেখে মিয়ানমার যাচ্ছে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল

53

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সামনে আরেকটি সাফল্যের হাতছানি। দুই বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলে আলোড়ন সৃষ্টি করা মেয়েরা সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে শনিবার মিয়ানমার যাচ্ছে। মিয়ানমারে হবে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড। এ বাধা পার হতে পারলে বাংলাদেশের মেয়েরা পাবে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের টিকিট। মারিয়া মান্ডা আর আঁখি খাতুনরা থাইল্যান্ডে চোখ রেখেই যাচ্ছেন মিয়ানমার।
বাংলাদেশের মেয়েরা মিয়ানমারের টিকিট পেয়েছে গত বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। বাহরাইন, লেবানন, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠা লাল-সবুজ জার্সিধারী মেয়েদের সামনে এবার চীন, ফিলিপাইন ও স্বাগতিক মিয়ানমার। চার দলের লড়াইয়ে প্রথম দুইয়ে থাকতে পারলেই টানা দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বে উঠবে বাংলাদেশ।
মিয়ানমারে বাংলাদেশের প্রথম ম্যাচে ২৭ ফেব্রুয়ারি ফিলিপাইনের বিরুদ্ধে। ১ মার্চ স্বাগতিকদের মুখোমুখি হবে মারিয়া-আঁখিরা। শেষ ম্যাচ ৩ মার্চ চীনের বিরুদ্ধে। তিন প্রতিপক্ষের মধ্যে চীন ও ফিলিপাইন একেবারেই নতুন বাংলাদেশের সামনে। মিয়ানমারের বিরুদ্ধে আগে সিনিয়র পর্যায়ে খেলেছেন বাংলাদেশের মেয়েরা।