থাইল্যান্ডে আরও পেছালেন সিদ্দিকুর রহমান

22

থাইল্যান্ড ওপেনের তৃতীয় দিনে বাজে খেলে আরও পিছিয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে নেমে গেছেন ৬৮তম স্থানে। থাই কান্ট্রি ক্লাবের এই প্রতিযোগিতায় তিন রাউন্ড শেষে পারের চেয়ে মোট তিন শট বেশি খেলেছেন বাংলাদেশি এই গলফার। গতকাল দুটি ‘বার্ডি’ মারলেও পাঁচটি বোগি করে বসেন ৩৪ বছর বয়সী এই গলফার।
প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১২ জনের সঙ্গে যৌথভাবে ২৮তম স্থানে ছিলেন সিদ্দিকুর। শুক্রবার পারের চেয়ে দুই শট বেশি খেলেন অক্টোবরে তাইওয়ান ওপেনে পঞ্চম হওয়া এই গলফার। দ্বিতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে ১৩ জনের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে ছিলেন তিনি। এবার আরও পিছিয়ে গেলেন। চার জনের সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে থেকে আজ রবিবার শেষ রাউন্ডে খেলতে নামবেন সিদ্দিকুর।