ত্রৈমাসিক মহামায়ার বুদ্ধ পূর্ণিমা সংখ্যা প্রকাশিত

67

বৌদ্ধ ধর্ম, সমাজ, সংস্কৃতি বিষয়ক মুখপাত্র ত্রৈমাসিক মহামায়া বুদ্ধ প‚র্ণিমা- ২৫৬২ বুদ্ধাব্দ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। গত শুক্রবার রাউজান উপজেলাধীন প‚র্গুজরাস্থ ধ‚মারপাড়া আনন্দ বিহার মিলনায়তনে বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র মহাসচিব, মহামায়া’র পৃষ্ঠপোষক ভদন্ত সুমিত্তানন্দ মহাথের, ভদন্ত সুমনানন্দ থের, করুনানন্দ ভিক্ষু, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ধ‚মারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি, মহামায়ার উপদেষ্টা শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, ধ‚মারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মহামায়ার প্রধান সমন্বয়কারী উজ্জ্বল কান্তি বড়ুয়া, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায়, পঞ্চশীল প্রার্থনা করেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া। উপস্থিত ছিলেন প্রকৌশলী শচীন্দ্র লাল বড়ুয়া, প্রকৃতি রঞ্জন বড়ুয়া, সজল বড়ুয়া, রুদয়ন বড়ুয়া, প্রবারণ বড়ুয়া, কনক বড়ুয়া, আলোক বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, বিটু বড়ুয়া, উত্তম বড়ুয়া প্রমুখ।