ত্রিদেশীয় সিরিজ দলে ফিরেছি এটাই অনেক বেশি : তাসকিন

18

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পান পেসার তাসকিন আহমেদ। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সফরেও ডাক পান তিনি। কিন্তু একাদশে সুযোগ হয়নি তাঁর। আসন্ন ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজের ৩৫ সদস্যের প্রাথমিক দলেও ডাক পেয়েছেন ডানহাতি এই পেসার। তবে বারবার দলে সুযোগ পেলেও একাদশের হয়ে মাঠে নামার সুযোগ হচ্ছে না তাসকিনের। অবশ্য দলে ফেরাটাই এখন তাঁর কাছে অনেক বেশি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের হয়ে খেলেছেন তাসকিন। এরপর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তিনি। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন ডানহাতি এই পেসার। এরপর আবারও ইনজুরি এবং ফর্মহীনতার কারণে দলের বাইরে থাকতে হয় তাঁকে। নিজেকে আরও একবার প্রমাণ করে নিয়মিত জাতীয় দলে ডাক পাচ্ছেন তাসকিন। মাঠে না নামতে পারলেও দলে সুযোগ পেয়েই সন্তুষ্ট ২৪ বছর বয়সী এই পেসার। একাদশে খেলার সুযোগ এলে নিজের সেরাটা দিয়ে জায়গা পাকা করতে মুখিয়ে আছেন ডানহাতি এই পেসার।