ত্যাগের মহিমায় নিজেকে উৎসর্গ করতে হবে : আ জ ম নাছির

35

৮০’ দশকের ছাত্রনেতা, সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস শহীদ তবারক হোসেনের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা শহীদ তবারক স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর শ্রম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীর পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শফর আলী, নগর আওয়ামীলীগ এর উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছাক, নগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দীন খান, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বক্তব্য দেন সিটি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস নোমান লিটন, জিয়াউর রহমান, সজল দাশ, ইউনুছ মেহেদী, ছাত্রলীগ নেতা শেখ মুহাম্মদ মহিউদ্দীন, সাব্বির সাদেক, আঁখি, নিলুফার ইয়াছমিন, প্রিয়াঙ্কা মন্ডল, মো. আলী, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জিয়াউদ্দীন আরিফ, শামিম উদ্দীন, শেখ ফজলুল রশীদ, হালিম চৌধুরী, মো. তারেক, সৈয়দ তানিম, মো. শাহাজান প্রমুখ। প্রধান অতিথি বলেন, যে নীতি আদর্শকে বুকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে গেছেন শহীদ তবারক হোসেন, সেটা আমাদের জীবদ্দশায় পালন করতে গেলে ভোগের চেয়ে ত্যাগের রাজনীতিকে প্রাধান্য দিতে হবে বেশি। ত্যাগের মহিমায় নিজেকে উৎসর্গ করতে হবে। অন্যথায় শহীদের আত্মা শান্তি পাবেনা। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভার শুরুতে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কদম মোবারক মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ ইকবাল। বিজ্ঞপ্তি