তোমায় দিলাম

38

উড়ে বেড়ায় শ্বেত কপোতী রোদ মাখানো শুভ্র ডানায়,
চোখ জুড়ানো এমন শোভা বলতে পারো তাকেই মানায়।
তোমায় দিলাম রঙের আকাশ, রঙ বেছে নাও ইচ্ছে মতো,
রাখবে মনে, ঋণীও থেকো এ প্রকৃতি দিচ্ছে কতো!

আঁকবো ছবি রঙ-তুলিতে জড়িয়ে আবেগ মেঘে মেঘে-
ক্রোধ, প্রতিরোধ ঘুমিয়ে থাকুক, উদার হৃদয় থাকুক জেগে।
কলম দিলাম, লিখবে তুমি যাদের কথা কেউ লেখে না;
চোখ থেকেও অপরাধীর যে অবিচার কেউ দেখে না!