‘তোমার ফোন নাম্বার ডিলিট করে দেব’

248

দেশের ক্রিকেটের ওপর দিয়ে বড়সড় ঝড়ই বয়ে গেছে গত কয়েকদিন ক্রিকেটারদের ধর্মঘটে রীতিমত অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। অবশেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর দাবি মেনে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্দোলন স্থগিত করে আগামীকাল থেকেই মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে খেলোয়াড়দের সঙ্গে বসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরুতেই খুঁজতে শুরু করলেন মেহেদী হাসান মিরাজকে। তাকে উদ্দেশ্য করে বিসিবি সভাপতি উচ্চস্বরে বলেন, ‘মিরাজ, আমি তোমার জন্য কী করিনি, আর তুমি আমার ফোন ধরনা? আমি তোমার ফোন নাম্বার ডিলেট করে দেব। তুমি দল থেকে বাদ পড়ে গিয়েছিলে। আমি তোমাকে দলে ফিরিয়েছি।
আর তুমি…।’ ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির এমন রাগ অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারা মনে করছেন, বিসিবি তাদের ওপর এখন আরও কড়া হবে। এখন ‘লঘু পাপে গুরু দÐ’ ভোগ করতে হবে তাদের। ক্রিকেটারদের এখন আতশি কাচের নিচে রাখবে বোর্ড।