‘তৃপ্তির খোঁজে’ মোশাররফ করিমের বদলে যাওয়া

26

তৃপ্তির খোঁজে এবার গৎবাঁধা চরিত্রের বাইরে নিজেকে ভেঙে চরিত্র নির্বাচনে আরও মনোযোগী হওয়ার পরিকল্পনা জানালেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তার দর্শকপ্রিয়তা এখন আকাশচুম্বি। নাট্যপরিচালকরা বছরজুড়ে শিডিউলের জন্য ভিড় করেন তার বাসায়। নানান গল্প, নানান চরিত্রে দর্শকদের সামনে এসেছেন; তার অভিনয় যেমন প্রশংসিত হয়েছে তার বিপরীতে অতিরিক্ত নাটকে অভিনয় করতে গিয়ে তার চরিত্রায়নে বাহুল্যের অভিযোগও আছে। দর্শকদের মতো নিজেও বিষয়টি উপলব্ধি করেছেন বলে জানালেন তিনি; ক্যারিয়ারের লাগামছাড়া ঘোড়ার গলায় লাগাম দেওয়ার চেষ্টায় নিজেকে ভাঙার আশাবাদ শোনালেন তিনি। গত ঈদ থেকে নতুন কর্ম-পরিকল্পনা সাজিয়েছেন; সংখ্যার চেয়ে নাটকের গল্প-চরিত্রে মন দিয়েছেন। ফলে তার নাটকের সংখ্যাও অনেকটাই কমে এসেছে। ক্যারিয়ারের মধ্যগগনে এসে অভিনয়ে ‘তৃপ্তির খোঁজে’ তার এ উপলব্ধি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থিয়েটার থেকে ছোটপর্দায় আসা এ অভিনেতা। তিনি বললেন, “পরিবর্তনটা আসলেই দরকার। আমি ভেবে দেখেছি, ব্যাপারটা কোথায়? সম্পত্তি, বাড়ি-গাড়ির মধ্যে একটা কিনলাম, কিন্তু কোনোটির মধ্যেই তৃপ্তি নেই।
সৃজনশীল মানুষের ক্ষেত্রে মনে হয়, সব কাজ ভালো করা সম্ভব নয়। কিন্তু আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পেরেছি সেটাই আমাকে তৃপ্ত করে। নিজেকে পরিবর্তন করার চেষ্টাটা আসলে নিজেকে তৃপ্ত করার জন্যই। নতুন কাজ চাই, নতুন ধরনের কাজ চাই।” তবে এই পথটা যে মসৃণ নয়, তাও বোঝেন মোশাররফ করিম। নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, দেশে কোনো নাটক হিট করলে একই ধরনের কাজের হিড়িক পড়ে যায়। তার বাইরে আর কেউ মাথা খাটায় না; সৃজনশীল চিন্তা করা হয় না। অন্যদের জন্য বিষয়টি ঝামেলার না হলেও অভিনয়শিল্পীদের জন্য বিষয়টি ঝামেলার। “অভিনয়শিল্পীদের মুশকিল হলো, আমি তো নাটক-সিনেমা বানাই না। আমার কাছে আসতে হবে তেমন কাজ; নতুন ধরনের কাজ ও অবশ্যই ভালো কাজ। যেটা একই সঙ্গে শিল্পসম্মত আবার দর্শকদেরও ভালো লাগবে। সকলের মনোজগতের চাহিদাটাও মেটাবে।”