তুষারে ঢেকে গেলো বাগদাদ

87

ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার সকালে তুষারে ঢেকে যায়। ঘুম ভেঙে মানুষ দেখতে পান তুষারের পাতলা স্তর চারপাশে। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর খবরে বলা হয়েছে, এই শতাব্দিতে এটি বাগদাদে দ্বিতীয় তুষারপাতের ঘটনা। খবরে বলা হয়েছে, গত দশ বছরের মধ্যেও বাগদাদে এটি প্রথম তুষারপাতের ঘটনা। এর আগে ২০০৮ আসলে সেখানে তুষারপাত হয়েছিল। কিন্তু এর আগে প্রায় এক শতাব্দি সেখানে কোনও তুষারপাত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, শিশু-কিশোররা তুষারপাতের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করছে। অনেকেই স্নোবল ছোড়াছুড়ি ও ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ স্নোম্যান বানানোর এই বিরল সুযোগ হাতছাড়া করতে চাননি। টুইটারে অনেকেই জানিয়েছেন, এই প্রথম তারা তুষার দেখেছেন। শহরটির পাম গাছগুলো তুষারে ঢেকে গেছে। এমনকি দীর্ঘদিন ধরে তাহরির স্কয়ারে বিক্ষোভ শিবিরও তুষার আচ্ছাদিত হয়ে পড়ে।