তুলসীধামে শ্রীকৃষ্ণের রাসলীলা মহোৎসব ১১-১৩ নভেম্বর

568

নন্দনকানন তুলসীধামে লীলা-পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের তিনদিনব্যাপী রাসলীলা মহোৎসব আগামীকাল ১১ নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে। তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে ১ম দিন গীতাপাঠ প্রতিযোগিতা, ভক্তিগীতি, যন্ত্রসংগীতানুষ্ঠান, রাসতত্ত¡ আলোচনা ও রাসপূজা অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর ভাগবত পাঠ করবেন শ্রী সুন্দর কৃষ্ণ দাশ, বাউল গান পরিবেশন করবেন রথীন মিত্র। ধর্মসভায় বক্তব্য দেবেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, যোগেশ^র চৌধুরী ও অধ্যাপক স্বপন চৌধুরী। ১৩ নভেম্বর ব্রাহ্মমুহূর্ত থেকে চতুষ্প্রহর নামকীর্তন, গুরুপূজা, সমবেত উপাসনা, অদ্বৈত-অচ্যুত শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ভজন পরিবেশন করা হবে। উৎসবে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি