তুলসীধামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

36

নন্দনকানন তুলসীধামে ঋষিপুত্র শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজের তিরোধান তিথি পালন ও আসন্ন শিব চতুর্দশী উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা গত ১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে আলোচনায় অংশ নেন যোগেশ^র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, বাঁশিরাম দে, সুজিত হাজারী, প্রবীর দাশ প্রমুখ।
সভায় স্বামী নারায়ণ পুরী মহারাজের তিরোধান দিবসে উপাসনা ও নামকীর্তন, গীতা ও চন্ডীপাঠ, গুরুপূজা, সমাধিপীঠে প্রদীপ প্রজ¦লন ও স্বামীজি প্রসঙ্গে ধর্মসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ এর উদ্যোগে সীতাকুন্ড ও মহেশখালীতে শিব চতুর্দশী মেলায় আগত তীর্থযাত্রীদের চিকিৎসা সেবা, পানীয় জল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অদ্বৈত-অচ্যুত মিশন চিকিৎসক ফোরামের পরিচালনায় কয়েকটি ক্যাম্প স্থাপন করে দুই তীর্থে চিকিৎসা প্রদান করা হবে। খবর বিজ্ঞপ্তির