তিনবারের চ্যাম্পিয়ন জামালকে হারিয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

31

তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে চট্টগ্রাম আবাহনী। গতকাল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বন্দরনগরীর দলটি। ২০১৫ সালে সর্বশেষ ট্রফি জয়ের পর শেখ জামাল আর শিরোপা লক্ষ্যে দল গড়েনি। মাঝারিমানের দল করেই তারা অংশ নেয় ঘরোয়া ফুটবলে। তাই আস্তে আস্তে আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে চতুর্থ, সপ্তম ও অষ্টম আসরের প্রিমিয়ার লিগ জেতা দলটি। এবারও সেই ধারা ধরে দল গড়েছে তারা। শুরুটাও ভালো হলো না লিগে।
শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী দল হিসেবে যতটুকুই শক্তিশালী হোক- দুই দলের ডাগআউটে কিন্তু দেশের দুই অভিজ্ঞ কোচ। চট্টগ্রাম আবাহনীতে মারুফুল হক এবং শেখ জামালে সফিকুল ইসলাম মানিক। লিগে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন তারা। সে লড়াইয়ে শেষ হাসি মারুফুল হকের মুখে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ডান দিন থেকে রাকিব হোসেনের পাসে নাইজেরিয়ান চিনেদু ম্যাথু দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীকে। ১০ মিনিট পর চার্লস দিদিয়েরের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাথিউয়ের কাটব্যাক থেকে কোত দি ভোয়ার ফরোয়ার্ডের শট জাল খুঁজে পায়।