তিনদিন তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

43

টানা তিন দিন তীব্র গরমের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। গত মঙ্গলবার থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। তীব্র গরম পড়তে থাকে। বৃহস্পতিবার দিনের বেলায়ও গরম অব্যাহত থাকে। গরমে অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ। তার উপর ছিল বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং। গরম ও লোড শেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের ত্রাহি অবস্থা সৃষ্টি হয়।
এর মধ্যে গতকাল রাত ৮টার দিকে নেমে আসে বৃষ্টি। শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এক পর্যায়ে ভারী বর্ষণ হয়। বৃষ্টিতে নাগরিকদের মধ্যে স্বস্তি নেমে আসে। তবে সারাদিন রোদ থাকায় লোকজন ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে বিপাকে পড়ে যান। পথচারীদের অনেকে আশপাশে দোকানে বা সড়কের পাশে ভবনের নিচে স্থান নেন। আবার অনেকে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী ছিল না।