তারুণ্যের উচ্ছ্বাসের সমাবর্তন ও ফাল্গুনের আবৃত্তিসন্ধ্যা কাল

24

আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস এবছর বছরব্যাপী ধারাবাহিক ঋতুভিত্তিক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৮ ফেব্রূয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘কবিতায় বসন্ত’ শিরোনামের আবৃত্তি আয়োজন। একই সাথে এ আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত আবৃত্তি কর্মশালার উনবিংশ সমাবর্তনও অনুষ্ঠিত হবে। সমাবর্তন পর্বে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষবিদ ও সাহিত্যিক অধ্যাপক মোহীত উল আলম। তারুণ্যের উচ্ছ্বাস উপদেষ্টা অধ্যাপক রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট কবি অধ্যাপক হোসাইন কবির এবং সংস্কৃতিজন মো: মাহফুজুর রহমান। সমাবর্তন পর্বের পর বসন্ত সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী সুনন্দা রায়, রুবেল চৌধুরী এবং আনিকা চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করবেন স্বপ্নিল বড়ুয়া, শিউলী চৌধুরী, আফরোজা চৌধুরী, খাদিজা বেগম, সায়াহ্ন চক্রবর্ত্তী, অর্পিতা বসু, শ্রাবণী সাহা, তন্বী ঘোষ, দেবদীপ কান্তি দাশ, মনিকা গুহ এবং রাত্রি বিশ্বাস। বিজ্ঞপ্তি