‘তারুণ্যের আবৃত্তিসন্ধ্যা’

64

নগরীর শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের আবৃত্তি সন্ধ্যা’ শিরোনামের আবৃত্তির অনুষ্ঠান। সেই আবৃত্তি অনুষ্ঠানে তরুণ আবৃত্তি শিল্পীদের কবিতার দৃপ্ত উচ্চারণ ও কণ্ঠের মাধুর্যতায় প্রতিটি পরিবেশনাতে ছিল মুগ্ধতা। একে একে তরুণ আবৃত্তিশিল্পীরা নিজেদের স্বকীয়তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিখ্যাত সব কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। অনুষ্ঠানটি আয়োজন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ফেসবুক পেইজ কবিতা, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ও রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আয়োজিত এই আবৃত্তি সন্ধ্যার অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি জিন্নাহ্ চৌধুরী। আবৃত্তি করেন আনিসুল ইসলাম, রুহিনা চৌধুরী, জেরিন তাসনিম, শারমিন মুস্তারি নাজু,জান্নাতুন নুর দিশা, এস এম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন রোঃ পিপি মাহফুজুল হক, রোঃ পিপি এএইচএম ফেরদৌস, রোঃ পিপি ইঞ্জিনিয়ার আবু নাঈম, রোঃ পিপি খনরঞ্জন রায়, রোঃ পিপি মীর নাজমুল আহসান রবিন,রোঃ পিপি সানিউল ইসলাম, রোঃ মোরশেদ আলম, নজরুল হায়দার, কাদের আজাদ, জহিরুল ইসলাম, ফৈজিয়া নুর, ডিআরআর আবদুল আহাদ, রোটাঃ পিপি জাহেদুল ইসলাম, রোটাঃ পিপি সাজিবুল হক, রোটাঃ পিপি আরশাদ হোসেন বাবলু, রোটাঃ অলি আহাদ,রোটাঃ তানভীর, রোটাঃ রাকিব, রোটাঃ ফারহান, রোটাঃ সাজ্জাদুল ইসলাম, রোটাঃ শাকিল, রোটাঃ রমিজ, রোটাঃ আব্দুল্লাহ, রোটাঃ আনোয়ার, রোটাঃ আলি হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি