তামিলনাড়–তে ভারী বর্ষণে ১৭ জনের মৃত্যু

27

ভারতের তামিল নাড়ুতে ভারী বৃষ্টিপাতে বাড়ি ধসে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের নাদুর গ্রামে চারটি বাড়ি ধসে এই হতাহতের ঘটনা ঘটে। অগ্নি ও উদ্ধার অভিযান কর্তৃপক্ষ মরদেহগুলো উদ্ধার করে মেতুপালায়াম সরকারি হাসপাতালে পাঠিয়েছে। কোমোরিনের কাছে ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় এর প্রভাবে তামিল নাড়ুর উপকূলজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। গত কয়েকদিনে তামিল নাড়ুর বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত কয়েকটি ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে পর বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। চেন্নাই, টুটিকোরিন, টিরুভাল্লুর ও কানচীপুরামে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বৃষ্টিতে চারটি বাড়িরই ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে ২০ ফুট দীর্ঘ ও দেয়াল। সেসময় নিহত ১৭ জনই বাড়িতে ঘুমাচ্ছিলেন। সবাই দেয়ালের ধ্বংসাবশেষে চাপা পড়ে যান।
ঘটনার পর প্রতিবেশীরা মেতুপালায়াম পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান সার্ভিসকে জানায়। তারাই এসে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তামিল নাড়ু রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি থাকার কথা জানিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তারা।