তামিমকে কোহলি : একটি সেঞ্চুরিতেই আত্মবিশ্বাস পেয়েছি

15

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন। সোমবার রাতে এবারের অতিথি হয়ে আসেন কোহলি। এখানেই বলেছেন নিজের বদলে যাওয়ার গল্প। তার ক্যারিয়ারটা কিভাবে পরিবর্তন করেছেন, কোথায় পেলেন আত্মবিশ্বাস, সবই জানিয়েছেন কোহলি।
কোহলি বলেন, ‘আমি মনে করি যখন কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসে তখন সবার মনেই সন্দেহ থাকে যে, কিভাবে ক্যারিয়ার তৈরি করবো, কিভাবে সামনে আগাবো। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর একটি সিরিজ খেলেই আমি কিছুদিনের জন্য দলের বাইরে ছিটকে গিয়েছিলাম। এরপর ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে আবার সুযোগ পেয়েছিলাম। তখন কয়েকটা ম্যাচ ভালো খেলেছিলাম, ম্যাচ সেরা হয়েছিলাম ওখান থেকেই আত্মবিশ্বাস তৈরি হয়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে যখন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলাম, ওই সেঞ্চুরি পরই আমার মনে আত্মবিশ্বাস বেড়েছে যে, না আমি এটা করতে পারব, জাতীয় দলের হয়ে লম্বা সময়ের জন্য খেলতে পারব।’ তবে কোহলি মনে করে জাতীয় দলে ক্যারিয়ার লম্বা করতে হলে সবার আগে প্রয়োজন আত্মবিশ্বাস। আর এজন্য দরকার মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। তাই তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কোহলি।