তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক সভা

62

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, ‘জাতিকে সুস্থ-সবল রাখতে হলে ধূমপান থেকে আমাদের সন্তানদের বিরত রাখতে হবে। এজন্য প্রত্যেক অভিভাবককে সচেতন থাকতে হবে।’ গত বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সর্তকবাণী সংক্রান্ত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানের কারণে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কমে যাচ্ছে আয়ুস্কাল। এরপরও ধূমপায়ীরা সচেতন হন না। সিগারেটের মোড়কে যে সতর্কবাণী দেয়া হয় সেটা আরো দৃশ্যমান করতে হবে।’ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের যুগ্ম সচিব ও সমন্বয়কারী খায়রুল আলম সেখের সভাপতিত্বে এবং বিভাগীয় কমিশনার অফিসের সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম নিজামী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) মো. সাইদুর রহমান ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডা. হাসান শাহরিয়ার কবির। মাল্টিমিডিয়ার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম। বক্তব্য দেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জি.এম আবু তৈয়ব, দি ইউনিয়ন’র কারিগরি উপদেষ্টা এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, বেসরকারী সংস্থা-ইপসা’র টিম লিডার নাসিম বানু শ্যামলী। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১০ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয়-জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, এনজিও সংস্থা ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি