তাজিকিস্তানে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

28

মিশন বিশ্বকাপ, টার্গেট আফগানিস্তান জাতীয় ফুটবল দল- তাজিকিস্তান রওনার সময় নিজের ফেসবুক ওয়ালে কথাগুলো লিখেছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ঢাকা-দুবাই হয়ে রোববার শেষ রাতের দিকে তাজিকিস্তানের দুশানবেতে পৌঁছেছেন জাতীয় দলের ফুটবলাররা। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় সেখানে প্রথম অনুশীলন করেছে জেমি ডে’র শিষ্যরা। ১০ সেপ্টেম্বর দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপ মিশন শুরুর আগে দুশানবেতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। একটি আজ (মঙ্গলবার) এফসি কুকটশের বিরুদ্ধে, বৃহস্পতিবার অন্যটির প্রতিপক্ষ সিএসকেএ পামির। ঢাকায় ৯ দিনের এবং তাজিকিস্তানে এক সেশনের অনুশীলন শেষে জেমির ডে’র শিষ্যদের প্রথম পরীক্ষা দিতে হচ্ছে তাজিক ক্লাবের বিরুদ্ধে। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।