তাইজুলের দ্রুততম ১০০

25

মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল কেবল একটি উইকেট। সেটি ধরা দিল ম্যাচের প্রথম ঘণ্টায়ই। দলকে প্রথম উইকেট এনে দিয়ে তাইজুল ইসলাম পূরণ করলেন ১০০ টেস্ট উইকেট। নাম তুললেন রেকর্ডের পাতায়ও। বাংলাদেশের হয়ে দ্রæততম ১০০ টেস্ট উইকেটের রেকর্ড এখন তাইজুলের। ২৫ টেস্ট খেলে এই বাঁহাতি স্পিনার করলেন উইকেটের সেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে এর আগে ১০০ উইকেট ছুঁতে পেরেছিলেন আর কেবল ২ জন। সেই দুজনও ছিল বাঁহাতি স্পিনার। তাইজুলের আগে রেকর্ডটি ছিল তার এখনকার অধিনায়ক সাকিব আল হাসানের। ২৮ টেস্টে ১০০ উইকেট হয়েছিল সাকিবের। এই টেস্ট শুরু করেছেন তিনি ২০৫ উইকেট নিয়ে। বাংলাদেশের হয়ে ১০০ উইকেট নেওয়ার প্রথম কৃতিত্ব মোহাম্মদ রফিকের। ক্যারিয়ারের শেষ টেস্টে দুই উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছিলেন বাংলাদেশের স্পিন কিংবদন্তি। টেস্ট ক্যারিয়ার শেষ করেন তিনি ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে।