তল্লাশির নামে ব্যবসায়ীকে হয়রানি

28

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা কর্তৃক মোহাম্মদ নাজিম নামে এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এয়ার এরাবিয়ার ফ্লাইট যোগে বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করার পর তল্লাশির নামে অসৌজন্যমূলক আচরণ এবং অশ্লীলভাবে তল্লাশি করেন তারা। এ ঘটনায় ওই ব্যবসায়ী চট্টগ্রাম কাস্টম কমিশনার এর কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পত্রে বলা হয়, ‘বৃহস্পতিবার সকালে এয়ার এরাবিয়ার ফ্লাইট (জি-৯৫২১) যোগে বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করার পর কস্টম কর্মকর্তা কর্তৃক আমার সাথে তল্লাশির নামে অসৌজন্যমূলক আচরণ এবং অশ্লীলভাবে তল্লাশি করেন। এ অবস্থায় আমি বিরক্ত প্রকাশ করলে কাস্টম কর্মকর্তাগণ আমাকে হুমকি দেয় এবং বলেন অপমান কি দেখছিস, অপমানের শেষ পর্যন্ত দেখিয়ে দিব বলে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে।’
এতে বলা হয়, ‘আমার কাছে অবৈধ কোনো কিছু না পাওয়ার পরও আমার ব্যক্তি পরিচয় ও প্রধানমন্ত্রী কর্তৃক আমন্ত্রণপত্র প্রদর্শন করার পর অপমানের পরিমাণ আরও বেড়ে যায়। ফ্লাইটে সব যাত্রী চলে যাওয়ার পরও আমাকে হয়রানি করতে থাকে এবং সর্বশেষ আমাকে চলে যেতে বলে। এ সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন আমাকে অযথা হয়রানি করলেন, ওরা বলে ‘চলে যা, না হয় আরও অপদস্থ করা হবে।’
লিখিত অভিযোগে হয়রানি স্বীকার ওই ব্যবসায়ী সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান