তরুণ উদ্যোক্তারাই সমৃদ্ধির বাংলাদেশ তৈরি করবে : জাবেদ

42

চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের সাথে এক সাক্ষাতে ভূমি মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বের কাতারে স্থান করে নিতে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য দেশের মানুষ নিরঙ্কুশভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ উদ্যোক্তারাই সমৃদ্ধির বাংলাদেশ তৈরিতে সহায়ক হবে। যে কারণে তরুণদের নতুন নতুন কর্মসৃজনকারী উদ্যোগকে সরকার স্বাগত জানাবে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি গত শনিবার নগরীর সার্সন রোডের বাসায় তরুণ উদ্যোক্তাদের সংগঠন লুমিনার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েটস এর সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রুম্মান আহমদের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও পরিচালক সায়হান হাসনাত, মইন উদ্দিন চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী, মিজানুর রহমান সিফাত প্রমুখ। শুরুতে মন্ত্রীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি