তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

28


করোনা আক্রান্ত রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকার কওমী মাদ্রাসার পরিচালকদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর প্রয়াত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর বাসভবনে দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন আল মাদ্রাসাতুল আজিজিয়া কাদালা’র পরিচালক মাওলানা মুফতি আবদুল কাদের। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, মাওলানা নুরুল কবির, মাওলানা মঈনুদ্দীন, মাওলানা আবুল বয়ান, মাওলানা মো. সালাউদ্দিন, মাওলানা মীর মো. কাছেম প্রমুখ।
সম্মিলিত বৌদ্ধ জাতি : করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা করেছে রাঙ্গুনিয়ার সম্মিলিত বৌদ্ধ জাতি। গত ১৮ অক্টোবর রাঙ্গুনিয়ার সম্মিলিত বৌদ্ধ জাতির আয়োজনে উপজেলা সদরের ইছাখালী অশোকরাম বিহারে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় অংশ নেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। এসময় বক্তব্যে তিনি বলেন, সরকারের অর্পিত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষকে ক্লান্তিহীন সেবা দিতে গিয়েই তথ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার অবস্থান থেকে তার আশু রোগমুক্তি কামনায় সকলকে দোয়া করার আহবান জানিয়েছেন তিনি। রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্য দেন ধর্মসেন মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির, সুগতশ্রী মহাস্থবির, দীপংকর থের, সুদত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা জীনপদ বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, শিক্ষক অরুণ বড়ুয়া, মুক্তিসাধন বড়ুয়া, আনন্দ বড়ুয়া, তরুণ বড়ুয়া, মনিলাল তালুকদার, আশীষ বড়ুয়া, সোহেল তালুকদার, অরুণ বিকাশ বড়ুয়া প্রমুখ। শেষে বৌদ্ধ ধর্মীয় গুরুরা সকলকে সাথে নিয়ে ঘন্টাব্যাপী তার আশু রোগ মুক্তি কামনা করে সমবেত প্রার্থনা করেন। এদিকে তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনা করা হচ্ছে।