ঢেমশায় ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মমহোৎসব উদযাপন

36

সৎসঙ্গ বিহার-সাতকানিয়ায় গত ১৮ জানুয়ারি শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম শুভ জন্মমহোৎসব উদ্যাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান বলেন। সৎসঙ্গ বিহার-সাতকানিয়ার প্রধান উপদেষ্টা সুনিপুণ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি তিমির কান্তি সেন, সমাজসেবক দীপক কুমার পালিত ও রূপম চক্রবর্তী। লিটন দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উৎসব উদ্্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক এসপিআর শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন এসপিআর বিপ্লব বিশ্বাস, এসপিআর সাধন চন্দ্র সুশীল, ডা. বাবুল দত্ত, মিল্টন দাশ ও লিটন দাশ প্রমুখ। অনুষ্ঠানের কৃতি সংবর্ধনা পর্বে সংবর্ধিত করা হয় লায়ন অধ্যাপক ডা. গোপাল ভট্টাচার্য, সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস, ডা. রানা চৌধুরী, ডা. প্রিয়াংকা চৌধুরী, মো. রাশেদ খান। দিনব্যাপী উৎসবে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চক্ষু চিকিৎসা, বিনামূল্যে হোমিও চিকিৎসা সেবা এবং জেনারেল চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রায় ৫ শতাধিক ভক্তবৃন্দ ও গ্রামীণ জনপদের মানুষ ঔষধ সহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। শতাধিক ভক্ত সৎনাম প্রাপ্ত হন। এছাড়াও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ছিলেন বিশেষ প্রার্থনা, সঙ্গীতানুষ্ঠান, লীলাকীর্ত্তন, পুরস্কার বিতরন এবং প্রসাদ বিতরণ। বিজ্ঞপ্তি