ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু আজ

40

করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে আজ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। যেখানে অংশ নেবে ঢাকার ১২টি ক্লাব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগ হবে বঙ্গবন্ধুর নামে। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে যে সব বিধিনিষেধ মেনে চলা হচ্ছে, সেগুলো ঘরোয়া ক্রিকেটেও অনুসরণ করাটা নিশ্চিত করবে বিসিবি।
অন্যান্য দেশের মতো করোনাভাইরাস এড়াতে মাঠে খেলোয়াড়দের মাঝে হাত মেলানোর অভ্যাসকে নিরুৎসাহিত করছে বিসিবি। খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের জন্য কাজ করবে বিসিবির মেডিকেল টিম। সংবাদ সম্মেলনে বিসিবির সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘করোনাভাইরাস বিবেচনায় রেখে সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে ও চিকিৎসা পরামর্শ দিয়েছে সেগুলো আমরা অনুসরণ করবো। কোনও খেলোয়াড় বা অফিশিয়াল একটুও অসুস্থ হলে বা কোনও উপসর্গ ধরা পড়লে তখনই যেন তারা বিসিবির মেডিকেল টিম ও ক্লাবকে জানায়। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবো। ’