ঢাকা এ্যাপোলো হসপিটালে পেশেন্ট ফোরাম

35

এ্যাপোলো হসপিটালস্ ঢাকার অডিটোরিয়ামে ব্লাড কান্সার সারভাইবারদের নিয়ে গতকাল শনিবার পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়। পেশেন্ট ফোরামে অটোলোগাস ও অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও কেমোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠা বিভিন্ন রোগীরা তাদের অভিজ্ঞতার কথা জানান। উক্ত পেশেন্ট ফোরামে কী নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস্ ঢাকার হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্রন্সপ্লান্ট বিভাগের কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানের শুরুতে ডা. আরিফ মাহমুদ, সিনিয়র জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেস, হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগ সহ হসপিটালের বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলেন। ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, বেসরকারি পর্যায়ে এ্যাপোলো হসপিটালস্ ঢাকাই সর্বপ্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট চালু করেছে। বিজ্ঞপ্তি